Site icon Jamuna Television

আজ ডার ক্লাসিকার, মুখোমুখি বায়ার্ন-ডর্টমুন্ড

জার্মান লিগ বুন্দেসলিগায় এবারের মৌসুমের ১২ তম ম্যাচ ডে তে মুখোমুখি হবে দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। শনিবার (৩০ নভেম্বর) ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে গড়াবে এ ম্যাচ।

ঐতিহ্যগতভাবে দু’দলের ম্যাচকে ‘ডার ক্লাসিকার’ নামে ডাকা হয়ে থাকে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ম্যাচে পিএসজিকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে কোম্পানির শিষ্যরা।

অপরদিকে একই প্রতিযোগিতায় বড় হারের মুখ দেখেছে বরুসিয়া। ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগ্রেবের কাছে ৩-০ গোলে হেরেছে তারা।

এখন পর্যন্ত লিগে ১১ ম্যাচে ৯ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রেকর্ড বুন্দেসলিগা শিরোপাধারী বায়ার্ন মিউনিখ। অপরদিকে, সমান সংখ্যক ম্যাচে ৬ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে রয়েছে ডর্টমুন্ড।

/এমএইচআর

Exit mobile version