Site icon Jamuna Television

সাবেক সেনাপ্রধান সফিউদ্দিন আহমেদের বড় ভাই গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, খুলনা:

খুলনা সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। এস এম রফিক উদ্দিন আহমেদ রফিক সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের বড় ভাই।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তার বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

কেএমপির ডিবি সূত্র জানায়, খুলনা মহানগরীর খালিশপুর ও বৈকালীতে অবস্থিত বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ৩০ আগষ্ট নগরীর খালিশপুর থানায় এক বিএনপি নেতা এই মামলা দায়ের করেন। মামলায় ৭০ নম্বর আসামি হিসেবে রয়েছেন রফিক উদ্দিন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম। তিনি জানান, দুইটি ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবব্যবস্থা প্রক্রিয়াধীন। রোববার তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version