Site icon Jamuna Television

লন্ডনে পৌঁছেছেন মির্জা ফখরুল

ফাইল ছবি

লন্ডনে পৌঁছেছেন বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৩০ নভেম্বর, শনিবার স্থানীয় সময় বিকেলে পৌঁছান তিনি।

হিথ্রো বিমান বন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সর আহমেদ , যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরুসহ দলের শীর্ষ নেতারা মীর্জা ফখরুল ইসলামকে স্বাগত জানান।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি ১১ ডিসেম্বর পর্যন্ত লন্ডবে অবস্থান করবেন। এর মাঝে অংশ নিবেন ম্যানচেস্টারে দলীয় সভায় । লন্ডনে রয়েল রিজেন্সী হলে বিশাল জনসভার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সেই সভায় বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ার পারসন তারেক রহমান।

/এএস

Exit mobile version