Site icon Jamuna Television

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক মুন্নী সাহা

ফাইল ছবি।

সাংবাদিক মুন্নী সাহাকে বাসায় পৌঁছে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি কার্যালয় থেকে একটি মাইক্রোবাসে করে তাকে বাসায় পৌঁছে দেয়া হয়।

এর আগে গত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে জনরোষের মুখে পড়েন মুন্নী সাহা। সেই অবস্থা থেকে তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায় পুলিশ।

তখন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় লোকজন মুন্নী সাহাকে ঘিরে ধরে। ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে স্লোগান দেয় তার বিরুদ্ধে।

এ অবস্থা থেকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। নিরাপত্তার স্বার্থেই এমনটা করা হয় বলে জানিয়েছে ডিবির একটি সূত্র। অসুস্থতাসহ নানা দিক বিবেচনায় জামিন নেয়ার শর্তে মুন্নি সাহাকে পরিবারের জিম্মায় দিয়ে দেয়া হয়েছে বলেও জানিয়েছে ডিবি।

বর্তমানে মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। ৫ আগস্টের পর হত্যাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে।

/এমএইচ

Exit mobile version