Site icon Jamuna Television

সুবাস্তু শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান 

রাজধানীর বাড্ডায় সুবাস্তু নজর ভ্যালী শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটটির ৪টি দোকান আগুনে পুড়ে গেছে।

রোববার (১ ডিসেম্বর) ভোররাতে ফায়ার সার্ভিস জানায়, বহুতল ভবনটির পঞ্চম তলা পর্যন্ত মার্কেট। তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪টি কাপড়ের দোকান পুড়ে গেছে।

আরও জানানো হয়, গত রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ঢাকা জোন-৩’র উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ভবনটির অগ্নি নির্বাপন ব্যবস্থা ভঙ্গুর উল্লেখ করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এর আগে একাধিকবার এ বিষয়ে নোটিশ দেয়া হলেও তা আমলে নেয়নি মার্কেট কর্তৃপক্ষ।

/এমএইচ

Exit mobile version