Site icon Jamuna Television

নতুন বাংলাদেশে পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই: ঢাবি উপাচার্য

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ অর্জন জাতিকে নতুন করে উদ্দীপনা জোগাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

রোববার (১ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষ্যে র‍্যালির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শুরু করে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা।

র‍্যালি শেষে উপাচার্য বলেন, গণ-অভ্যুত্থানের সময় যারা প্রাণ দিয়েছে তাদের স্মৃতি নিয়েই আগামীতে কাজ করতে হবে। আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্বিবদ্যালয় জাতির কাছে দায়বদ্ধ থেকে কাজ করবে বলেও জানান তিনি।

সকল বাধা আর ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে দেশ এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের অংশগ্রহণে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।

/এমএইচ

Exit mobile version