Site icon Jamuna Television

বেনাপোল থেকে ফেরত পাঠানো হলো ৭০ ইসকন ভক্তকে

বেনাপোল করেসপনডেন্ট:

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যেতে চাওয়া আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) ৭০ জন ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা থেকে আজ রোববার (১ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আসা এসব ভক্তকে ফেরত পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ ভূঁইয়া জানান, ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে ইসকনের ৭০ জন ভক্তকে ভারতে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। প্রাথমিকভাবে তাদের ভারতে প্রবেশ সন্দেহজনক মনে হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ইসকন ভক্তরা। তারা জানান, ধর্মীয় আচার পালন করতেই ভারতে যেতে চেয়েছিলেন তারা।

/আরএইচ

Exit mobile version