Site icon Jamuna Television

সচিবালয়ে কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত

পদোন্নতি ও বেতন বৈষম্য নিরসন করাসহ ৯ দফা দাবি বিবেচনা করায় ৪ ডিসেম্বরের মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি সচিবের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবির।

তিনি বলেন, কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে-কমিশন গঠন, বেতন বৈষম্য দূর করা, ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি বেতন গ্রেড চালু, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও ১০০ শতাংশ পেনশন গ্র্যাচুইটি প্রথা চালুসহ ৯ দফা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিতদের প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের বিষয়েও ইতিবাচক সরকার। তাই পূর্ব সিদ্ধান্ত অনু্যায়ী মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

জনপ্রশাসন সচিব মো. মোখলেস-উর-রহমান বলনে, কর্মচারীরা যেসব দাবি তুলে ধরেছেন তা যৌক্তিক। তিন ধাপে কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তাদের আর্থিক সুবিধা প্রদান, নতুন পে-কমিশন গঠনের আগে পর্যন্ত ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, রেশনিং প্রথা চালু, অবসরের বয়স বাড়ানো, পদনাম পরিবর্তন ও পদোন্নতিসহ ৯ দফা দাবিতে আগামী বুধবার সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছিল কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

/এমএইচআর

Exit mobile version