Site icon Jamuna Television

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ বছর, বাস্তবায়নে নেই আশাব্যঞ্জক পদক্ষেপ

অন্তর্বর্তীকালীন সরকার গত ৩ মাসে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি মন্তব্যও করে নি। এমনকি নেই কোনো পদক্ষেপও। সেইসাথে দীর্ঘ ২৭ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে আশাব্যঞ্জক অগ্রগতি নেই বলে মন্তব্য করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্যরা

রোববার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর রোডস্থ উইমেন্স ভলান্টারী এসোসিয়েশন মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূতি উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

আলোচনায় পার্বত্য চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট সময়সীমাভিত্তিক পরিকল্পনা প্রণয়নের জন্য সরকারের প্রতি দাবি জানান আলোচকরা। এছাড়াও পাহাড়ে সামরিক শাসন প্রত্যাহারের দাবিও করেন তারা।

বক্তারা জানান, এই চুক্তির পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়ন শুধু পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্যই নয়, বরং বাংলাদেশের আদিবাসীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার পাশাপাশি দেশের জাতীয় ঐক্যের জন্য অপরিহার্য।

/এমএইচআর

Exit mobile version