Site icon Jamuna Television

থাই মাছ ধরার নৌকায় গুলি মিয়ানমারের নৌবাহিনীর, ৩১ জেলে আটক

এবার থাইল্যান্ডের কয়েকটি মাছ ধরার নৌকা লক্ষ্য করে গুলি চালিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। এ ঘটনায় পানিতে ডুবে মারা গেছে এক থাই জেলে। এসময় মাছ ধরার নৌকাগুলো থেকে ৩১ জেলেকে আটক করে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শনিবার (৩০ নভেম্বর) মিয়ানমার-থাইল্যান্ড জলসীমায় এ ঘটনা হয় বলে জানিয়েছে ব্যাংকক প্রশাসন। বিবৃতিতে বলা হয়, অন্যান্য দিনের মতোই জলসীমান্তবর্তী এলাকাগুলোতে মাছ ধরতে গিয়েছিল থাই নৌকাগুলো। এসময় ১৫টি ট্রলারের মধ্যে দুটি ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে। যাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মিয়ানমার জান্তা বাহিনী।

বিবৃতিতে বলা হয়, প্রাণ বাঁচাতে পানিতে ঝাপ দেন কয়েকজন থাই জেলে। এদের মধ্যে একজন পানিতে ডুবে মারা যান। বাকিদের নৌবাহিনী উদ্ধার করে। এরইমধ্যে আটক জেলেদের মুক্তির দাবি জানিয়েছে থাইল্যান্ড।

/এএম

Exit mobile version