Site icon Jamuna Television

নির্বাচনী তফসিল ঘোষণা এবি পার্টির, ২৮ ডিসেম্বর জাতীয় কাউন্সিল

জাতীয় কাউন্সিল অধিবেশনের তারিখ ও চেয়ারম্যান নির্বাচনের তারিখসহ কাউন্সিল ও ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী ২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কাউন্সিল অধিবেশন ও ২৪, ২৫ ডিসেম্বর পার্টির চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ও আভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া।

নির্বাচনী তফসিল ঘোষণা করে ব্যারিস্টার যোবায়ের বলেন, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৮ ডিসেম্বর, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৯ ডিসেম্বর, ভোটগ্রহণ ২৪-২৫ ডিসেম্বর, ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে ২৮ ডিসেম্বর।

ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল নির্বাচনের সিডিউল নিয়ে তিনি বলেন, মনোনয়নপত্র জমার তারিখ ৫-১০ ডিসেম্বর, যাচাই বাছাই ১১-১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৩ ডিসেম্বর, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, ভোটগ্রহণ ১৯-২০ ডিসেম্বর, ফলাফল ঘোষণা ২১ডিসেম্বর। এ ছাড়াও, সাধারণ সম্পাদক নির্বাচনের মনোনয়নপত্র জমার তারিখ ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৪ ডিসেম্বর, ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর, ফলাফল ২৮ ডিসেম্বর।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের উপদেষ্টা এএফএম সোলায়মান চৌধুরী, এবি পার্টির আহবায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহবায়ক লে. কর্ণেল (অব.) দিদারুল আলম, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, এবি পার্টির অভ্যন্তরিণ নির্বাচন পরিচলনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও অন্যতম নির্বাচন কমিশনার সাবেক জেলা জজ আকতারুল আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

/এএস

Exit mobile version