Site icon Jamuna Television

সিরিয়া পরিস্থিতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি: রয়টার্স

সিরিয়ায় সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষে কিছুই করার নেই যুক্তরাষ্ট্রের। গুরুত্বসহকারে দেশটির পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াশিংটন। এমন মন্তব্য করেছে বাইডেন প্রশাসন। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার (৩০ নভেম্বর) মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন স্যাভেট স্বাক্ষরিত এক বিবৃতিতে সিরিয়ায় সাম্প্রতিক সহিংসতার বিষয়ে মুখ খোলে ওয়াশিংটন। বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশটিতে বিদ্রোহীদের উত্থানের পেছনে রাশিয়া ও ইরানের ওপর আসাদ সরকারের নির্ভরশীলতাকে দায়ী করে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, রাজনৈতিক উপায়ে সংঘাতের সমাধান করতে চাইছে না বাশার-আল-আসাদ সরকার। বিবৃতিতে দ্রুত সিরিয়ার এই সংঘাত নিরসনের আহ্বান জানায় ওয়াশিংটন।

উল্লেখ্য, গত বুধবার (২৭ নভেম্বর) থেকে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা শুরু করে। প্রায় এক দশক পর তারা সরকার নিয়ন্ত্রিত ছোট শহরগুলোর দখল নিতে থাকে। সিরিয়ার দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোর বেশির ভাগ দখলে চলে যায় বিদ্রোহীদের হাতে।

আলেপ্পোতে ফের সেনা মোতায়েন করা হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী বলছে, এইচটিএস বিদ্রোহীদের হামলায় শনিবার বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন। তাই বাধ্য হয়ে সেখানে তারা নতুন সেনা মোতায়েন করেছেন।

/এএম

Exit mobile version