Site icon Jamuna Television

কুবিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার সামিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্কিল ডেভেলপমেন্ট ক্লাব ও আইটি সোসাইটির যৌথ উদ্যোগে ‘ক্যারিয়ার সামিট’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর বলেন, প্রতিবন্ধকতা দূর করে পরিশ্রম, ইচ্ছা ও অধ্যাবসায়ের মাধ্যমেই সফলতার অর্জন করা যায়। এ সময় তিনি গ্রুপটিকে আজকে অবস্থানে দাড় করানোর পেছনের অভিজ্ঞতা তুলে ধরেন।

গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ বলেন, কাউকে গুরু না মেনে নিজের দক্ষতাগুলো একত্রিত করে ফলপ্রসূ করাই লিডারশিপের কাজ। পৃথিবীর কোনো মানুষ শতভাগ খারাপ বা ভালো নয়। তাই কারও অন্ধ ভক্ত হওয়া উচিৎ নয়।

এছাড়াও অনুষ্ঠানে একসাথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুনাফ মুজিব চৌধুরী, নিজের বলার মতো একটি কথা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, পারটেক্স গ্রুপের ব্যবসায় শাখার প্রধান সায়েদুল আজহার সারোয়ারসহ অন্যান্যরা বক্তব্য দেন।

/আরএইচ

Exit mobile version