Site icon Jamuna Television

পটুয়াখালীতে বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার

আড়াই ফুট দৈর্ঘ্যের একটি উড়ন্ত মৃদু বিষধর বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার করেছে অ্যানিম্যাল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় লালুয়া ইউনিয়নের চরনিজর গ্রামের একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। বর্তমানে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে। উজ্জ্বল সবুজ বর্ণের লম্বাটে, নলাকার, নাক লম্বা এবং সুচালো এ লাউডগা সাপের প্রধান খাবার ব্যাঙ ও সরীসৃপ জাতীয় প্রাণী। সাপটি উদ্ধারের সময় অ্যানিম্যাল লাভারস অব পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি ও আদনান রাকিব উপস্থিত ছিলেন।

অ্যানিম্যাল লাভারস অব পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি বলেন, সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাপটি উদ্ধার করি। সচরাচর এসব সাপ দেখা যায় না।

/এটিএম

Exit mobile version