Site icon Jamuna Television

হবিগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ: 

হবিগঞ্জের বানিয়াচংয়ে ব্যটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলি ও টেটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।

গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ ৬ জনকে ঢাকা ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১ ডিসেম্বর) হবিগঞ্জের সন্ধ্যায় আলম বাজারে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ  নেতা আশিক মিয়া ও তার ছেলে মোতাব্বির মিয়া দীর্ঘদিন পালিয়ে  থাকার পর আজ হঠাৎ ব্যটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল করতে যায়। এ সময় পাথারিয়া গ্রামের সুরুজ আলীসহ স্থানীয়রা বাঁধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।

আহতদের মধ্যে চোখে গুলিবিদ্ধ মোতালিব মিয়াকে ঢাকায় এবং টেঁটা ও গুলিবিদ্ধ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে।

/এএস

Exit mobile version