Site icon Jamuna Television

বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে শ্বশুর

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। এ আবেদন করেন বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন।

রোববার (১ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আবেদনটি শুনানির জন্য আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিন ধার্য করেছেন। তাই এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুক্তি মিলছে না বাবুলের।

বাবুল আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান।

এর আগে, গত ২৭ নভেম্বর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মামলার বাদী ছিলেন স্বামী বাবুল আক্তার। পরে সেই মামলায় আসামি করা হয় তাকেই।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর মিতু হত্যা মামলায় বাবুল আক্তারসহ সাতজনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ১০ অক্টোবর তা গ্রহণ করেন আদালত।

/এএম

Exit mobile version