Site icon Jamuna Television

মানিকগঞ্জে প্যাকেজিং কারখানায় আগুন

মানিকগঞ্জে একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  দুপুরে শহরের বাজার টিনপট্টি এলাকায় জ্যোতি প্যাকেজিং কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কারখানাটি বন্ধ ছিল। দুপুরে কারখানার ভেতরে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা এসে এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কারখানার মালিক। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

Exit mobile version