Site icon Jamuna Television

জয়পুরহাটে দাফনের ১৩৪ দিন পর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের মরদেহ উত্তোলন

সিনিয়র করেসপন্ডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত গুলিবিদ্ধ পোশাক শ্রমিক মিনহাজুল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে জেলার আক্কেলপুর উপজেলার রামশালা গ্রামের পারিবারিক কবরস্থানে জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, পুলিশ ও স্বজনদের উপস্থিত থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। ১৩৪ দিন আগে মিনহাজকে দাফন করা হয়েছিল। 

স্থানীয় সূত্রে জানা গেছে , গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে কারফিউ চলাকালে গাজীপুরে গুলিতে নিহত হন গার্মেন্টস শ্রমিক মিনহাজুল হোসেন। এঘটনায় ২৭ সেপ্টেম্বর গাজীপুরের গাছা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের চাচা আব্দুল কুদ্দুস। তৎকালীন সময় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে নিহত মিনহাজুলের মরদেহ উত্তোলন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

জয়পুরহাট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব জানান, মিনহাজুলের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

/এসআইএন

Exit mobile version