Site icon Jamuna Television

স্বর্ণের দাম কমলো

ফাইল ছবি।

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। আজ থেকে বাজারে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) আগের দামের চেয়ে ১ হাজার ৪৮১ টাকা কমে বেচাকেনা হবে।

রোববার (১ ডিসেম্বর) রাতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা আজ সোমবার থেকে কার্যকর হবে। ভালো মান বা ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা। গণমাধ্যমে পাঠানো বাজুসের এক বার্তায় এই তথ্য জানানো হয়।

এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৩০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯২ হাজার ১৩৪ টাকায় বেচাকেনা হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ২৭ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল ২৮ নভেম্বর থেকে।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৩২ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২৪ বার।

/এমএইচআর

Exit mobile version