রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে ছেলের জন্য দুপুরের খাবার নিয়ে যাবার সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় অমেলা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অমেলা বেগম ওই ইউনিয়নের বড় লক্ষীপুর এলাকার মৃত উকিল মৃধার স্ত্রী।
অমেলা বেগমের ছেলে মালেক মৃধা জানান, তিনি গঙ্গাপ্রসাদপুর এলাকায় ফসলী ক্ষেতে কাজ করছিলেন। খাবার নিয়ে মা তার কাছে আসার সময় অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।এই এলাকার একটি অটোরিকশা রাস্তার পাশে থামানো ছিল। অটোরিকশায় চালক না থাকলেও গাড়িতে চাবি ছিল। শুনেছি একটি বাচ্চা ছেলে চাবি দিয়ে অটোরিকশার পিকাপ ধরলে গাড়িটি আমার মাকে নিয়ে পাশের খালে পড়ে যায়।আমার মা মারা যায়।মা আর কোন দিন খাবার নিয়ে আসবে না।
রাজবাড়ী সদর থানার এসআই মোঃ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

