Site icon Jamuna Television

লোকোমাস্টারদের ধর্মঘট পালন, পুরোপুরি স্বাভাবিক হয়নি ট্রেনের সিডিউল

রাতে বিমানবন্দর স্টেশনে যাত্রীদের ভিড়

আট দফা দাবি আদায়ে লোকোমাস্টারদের ধর্মঘটের কারণে সোমবার রাত থেকে কমলাপুর স্টেশনে ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েছে। বেশিরভাগ ট্রেন ছেড়ে গেছে দেড়-দুই ঘণ্টা বিলম্বে। এর ফলে যাত্রীরা পড়েন দুর্ভোগে। পরে তারা ধর্মঘট পত্যাহার করলে আবারও স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

তারপরও কমলাপুর স্টেশন সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতি ট্রেন কমপক্ষে আধাঘণ্টা বিলম্বে ছাড়ে। যদিও ট্রেনের পরিচালক জানিয়েছেন, ট্রেনের ইঞ্জিন দেরিতে আসায় এই বিলম্ব।

এছাড়া কমলাপুর থেকে সকালে আরও ছেড়ে যাওয়া কিছু ট্রেন খানিকটা বিলম্বে ছেড়ে গেছে। এতে করে সকালেই আবারও খানিকটা দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে অন্য ট্রেনগুলো ঠিক সময়ে ছেড়েছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। ট্রেনের শিডিউল ঠিক রাখতে কাজ করছেন বলেও জানিয়েছে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ।

/এনকে

Exit mobile version