Site icon Jamuna Television

এক্সপ্রেসওয়েতে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ ‘প্রেমিক’ গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নারীকে গুলি করে হত্যার আলোচিত ঘটনায় কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২ ডিসেম্বর) ভোরে বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মুন্সিগঞ্জ পুলিশ। গ্রেফতার তন্ময়ের কাছ থেকে ঘটনায় ব্যবহার করা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

তন্ময় ঢাকার ওয়ারী এলাকার মৃত শফিক শাহের ছেলে। তবে এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের কেউ বিস্তারিত কিছুই জানাননি। পুলিশ প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে বলে নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার সকালে ঢাকা-মাওয়া সড়কের দোগাছি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পরে ওই নারীর মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। নিহত নারী সাহিদা (২২) ময়মনসিংহের কোতোয়ালি থানার মোতালেবের হোসেনের মেয়ে। তিনি ঢাকায় ওয়ারী এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন ও গৃহকর্মী ছিলেন। ঘটনায় পরদিন রোববার নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

/এনকে

Exit mobile version