Site icon Jamuna Television

রাজধানীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর সবুজবাগ থানার গ্রীন মডেল টাউন এলাকায় গলায় রশি পেঁচিয়ে বিধান মণ্ডল (১৯) নামে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।এ সময় তার কাছ থেকে অটো রিকশাটি নিয়ে যায় ছিনতাইকারীরা।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় সবুজবাগ থানা পুলিশ। নিহত বিধান মন্ডলের বাড়ি ডেমরা থানার কয়েতপাড়া এলাকায়। সে ওই এলাকার মহাদেব মন্ডলের ছেলে ছিল।

প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফেরদৌস জানান, রাতে গ্রিন মডেল টাউনের ভেতর টহল দেয়ার সময় ভেতরের একটি রাস্তার পাশে গলায় রশি পেঁচানো অবস্থায় এক যুবককে দেখতে পান। তাকে দেখে মনে হয়েছে কেউ তাকে হত্যা করে এখানে ফেলে গেছে।পরে বিষয়টি সবুজবাগ থানা পুলিশকে জনানো হয়। পরে রাত একটার দিকে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে সবুজবাগ থানার ওসি মো. ইয়াসিন আলী জানান, পরিবারের মাধ্যমে জানা যায় রোববার বিকেলে সে অটোরিকশা নিয়ে ডেমরার কয়েকপাড়া এলাকা থেকে বের হয়। পরে সে আর বাসায় ফেরেনি। খবর পেয়ে তাকে গ্রীন মডেল টাউনের ১২ নাম্বার রোড থেকে গলায় রশি পেঁচানো ও মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওখানে ফেলে যায় এবং তার অটোরিকশাটি নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি সবুজবাগ থানায় মামলা দায়ের হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

/এএস

Exit mobile version