Site icon Jamuna Television

জ্ঞান ফিরেছে মাঠে অসুস্থ হয়ে লুটিয়ে পড়া ইতালিয়ান ফুটবলারের

ইতালিয়ান লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ চলাকালিন মাঠে অসুস্থ হয়ে পড়েন ফিওরেন্তিনা মিডফিল্ডার এদোয়ার্দো বোভ। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয়। ফ্লোরেন্সের কারেজ্জি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন ২২ বছর বয়সি এই ফুটবলার।

তবে তরুণ ফুটবলারকে নিয়ে সুখবর দিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রেজিও রোমানো। সোমবার (২ ডিসেম্বর) তিনি ফেসবুকে লিখেছেন, আজ সকালে ভালো খবর এলো। এদোয়ার্দো বোভোর জ্ঞান ফিরছে। তিনি কথা বলছেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন। এছাড়াও হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে যে, এই মুহূর্তে বোভের মস্তিষ্ক বা হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই। নিশ্চিতভাবেই সে সুস্থ হয়ে উঠছে।

এর আগে রাতে ইতালিয়ান লিগে চলমান মৌসুমের অন্যতম সেরা দুই দল ইন্টার মিলান ও ফিওরেন্তিনা মুখোমুখি হয়েছিল। ম্যাচের ১৬ মিনিটে অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন ফিওরেন্তিনার ২২ বছর বয়সি মিডফিল্ডার এদোয়ার্দো বোভ। হঠাৎ অসুস্থ বোধ করার পর কয়েক কদম হাটতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বোভ। দ্রুতই প্রতিপক্ষ আর সতীর্থ ফুটবলাররা মেডিকেল দলকে ডেকে নেন মাঠে। বোভের অসুস্থতায় ম্যাচটি স্থগিত করা হয়।

/এসআইএন

Exit mobile version