Site icon Jamuna Television

বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে মমতার প্রস্তাবে রিজভীর প্রতিবাদ

ফাইল ছবি

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো নিয়ে পশিচমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, কট্টর হিন্দত্ববাদী ও মমতার মধ্যে কোনও পার্থক্য নেই।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নিন্দা ও প্রতিবাদ জানান।

রিজভী আহমেদ বলেন, ভারত থেকে নানান উসকানির পরও বাংলাদেশে এর কোনো প্রভাব পড়েনি। শান্তিরক্ষী পাঠানোর মতো বক্তব্য, সার্বভৌমত্বে হস্তক্ষেপের হুমকির সমান বলেও মন্তব্য করেন রিজভী।

বিএনপির এ নেতার দাবি, শেখ হাসিনার পতনে ভারতীয় শাসকগোষ্ঠী মুষড়ে পড়েছে। দেশ থেকে পাচার করা অর্থের বিরাট অংশ ভারতে পাচার হয়েছে৷ আর তা সেখানকার রাজনীতিবিদদের পিছনে খরচ করা হয়েছে। ভারত বাংলাদেশের সাথে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলেও মনে করেন বিএনপির এই নেতা।

এদিকে, আজ বিধানসভায় আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ এবং হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

/এমএন

Exit mobile version