Site icon Jamuna Television

উত্তপ্ত ভারতের পার্লামেন্ট, অধিবেশন মুলতবি

আবারও মূলতবি হলো ভারতের পার্লামেন্টের দুই কক্ষের অধিবেশন। সোমবার (২ ডিসেম্বর) লোকসভার বিতর্কে আদানি ইস্যু, সাম্প্রদায়িক দাঙ্গাসহ বিভিন্ন ইস্যু নিয়ে তুমুল হট্টগোলের মুখে স্থগিত করা হয় অধিবেশন।

অধিবেশনে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিলো। তবে আদানি ইস্যু নিয়ে কংগ্রেস কথা বলতে চাইলে শুরু হয় হট্টগোল। এরপরই স্থগিত হয় সোমবারের অধিবেশন।

এর আগে, গত সপ্তাহেও গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ নিয়ে আলোচনার দাবি জানায় প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন দলগুলো। সেদিনও একভাবে স্থগিত হয় অধিবেশন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর ভারতীয় ধনকুবের ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ঘুষ দেয়ার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই এ ইস্যু নিয়ে বেশ সোচ্চার কংগ্রেস। তাদের দাবি– আদানি ইস্যু, সম্ভল-মণিপুর ইত্যাদি ইস্যু নিয়ে আলোচনায় বসতে চাইলেই তা এড়িয়ে যেতে চাইছে ক্ষমতাসীন মোদি সরকার।

/এএম

Exit mobile version