Site icon Jamuna Television

রেনাল ক্লিও কাপে রেসার অভিকের বাজিমাত

মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী রেনাল ক্লিও কাপ কার রেসিংয়ে প্রথমবারের মতো অংশ নিয়েই চমক দেখালেন বাংলাদেশের অভিক আনোয়ার। প্রতিযোগিতার রাউন্ড টু পর্যায়ে দ্বিতীয় হয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরোনো এই রেসে প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন অভিক। যেখানে দুটি আলাদা রেসে অংশ নিয়ে দুটোতেই পেয়েছেন পোডিয়াম ফিনিশ। একটিতে হয়েছেন দ্বিতীয় এবং অপরটিতে তৃতীয়। কঠিন এই রেসে অভিক হারিয়েছেন রাশিয়া, জার্মানি, ভারত, ইংল্যান্ড, মিশর ও ইতালির প্রতিযোগীদের।

দুবাইয়ের অটো ড্রোমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় একই মডেলের গাড়ি দিয়ে রেসিংয়ে অংশ নিতে হয়। তাই শুধুমাত্র রেসারদের দক্ষতা দিয়ে বাজিমাত করতে হয় এই আসরে।

এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক রেসিংয়ে বাংলাদেশের হয়ে অংশ নিয়ে বাজিমাত করেছেন অভিক আনোয়ার। আগামী বছরের জানুয়ারিতে ক্লিও কাপ মিডল ইস্ট ও গালফ প্রো কার মিডল ইস্টে অংশ নেয়ার কথা রয়েছে এই রেসারের।

/এএম

Exit mobile version