Site icon Jamuna Television

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম ষোলশহর রেলস্টেশনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন, বাংলাদেশকে নিয়ে কোনো দেশ পাঁয়তারা করলে তাদেরকে কঠিন হাতে দমন করা হবে। ভারত, আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতীশীল করার ষড়যন্ত্র করছে। দিল্লির নীলনকশা রুখে দিতে সকলের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। পরে, ষোলশহর থেকে মিছিল বের হয়ে মুরাদপুরে গিয়ে শেষ হয়।

সিলেটেও বিক্ষোভ মিছিল করেছে বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রাতে মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্ট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়। এসময় আগরতলার ঘটনার তীব্র নিন্দা জানায় বিক্ষোভকারীরা।

রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রংপুর জেলা ও মহানগর কমিটির উদ্যোগে রাত ৯টায় নগরীর প্রেসক্লাবের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও প্রেসক্লাবে এসে সমাবেশ করেন তারা।

খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। রাতে নগরীর শান্তিধাম মোড় থেকে মিছিল বের হয়ে ভারতীয় সহকারি হাইকমিশনের সামনে যায়। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে পরে বাংলাদেশ ব্যাংক মোড়ে যায় মিছিলটি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

বগুড়ায় ভারতীয় আগ্রাসনবিরোধী প্রতিবাদ মশাল মিছিল বের করেছে শিক্ষার্থীরা। রাত পৌনে ১০ টার দিকে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা এ মশাল মিছিলটি বের করে। এসময় তারা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, আজ দুপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটে। হামলার ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুন ধরিয়ে দেয়।

/এসআইএন

Exit mobile version