Site icon Jamuna Television

বাংলাদেশ নিয়ে কথা না বলে নিজেদের দিকে তাকান— ভারতকে উপদেষ্টা সাখাওয়াত

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

বাংলাদেশের অন্য ধর্মাবলম্বীদের নিয়ে কথা না বলে ভারতকে নিজেদের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেশী ভারতের সাথে শান্তিতে থাকতে চাই। কিন্তু উনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না।

তিনি বলেন, বাংলাদেশ সাথে বন্ধুত্বসুলভ সম্পর্ক খারাপ করছে তারা। আমাদের দেশের অন্য ধর্মাবলম্বী যারা আছেন, তারাও এই দেশের নাগরিক, আমরা তাদের ভালো-মন্দ দেখছি। সরকারের এটাই কাজ। ভারতীয় বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশের বিষয় নিয়ে মিথ্যাচার করছে। আমরা বন্ধু ভাবাপন্ন পরিস্থিতি নিয়ে থাকতে চাই। কিন্তু তারা যদি বাংলাদেশকে এভাবে হেনস্তা করতে থাকে তাহলে মনে রাখতে হবে বাংলাদেশও ১৮ কোটি জনসংখ্যার দেশ।

তিনি বলেন, আমি অনুরোধ করছি, আপনারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবেন না। আমাদের এখানকার বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে কথা না বলে নিজেদের দিকে তাকালে মনে হয় ভালো হয়। আমাদের বিষয়গুলো আমরাই দেখবো। আপনাদের ভাবতে হবে না।

/এনকে

Exit mobile version