Site icon Jamuna Television

বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব

দেড় যুগ ধরে পেশাদার ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটেও সময়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এই অলরাউন্ডার। এই লম্বা ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে কোনো দিন সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। কিন্তু ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে ক্রিকেট পাড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে।

তবে তখন (৪ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে এ ধরনের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে তখন পর্যন্ত কোনো রিপোর্ট তাদের কাছে আসেনি বলে জানিয়েছিলেন বিসিবি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহামে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন বাঁহাতি এই স্পিনার। আগামী ৭ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল পেয়ে যাওয়ার কথা সাকিবের।

গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেটে শুধুমাত্র একটি ম্যাচ খেলেন সাকিব আল হাসান। সেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার। তাই তার বোলিং অ্যাকশন ঠিকমতো পর্যালোচনার জন্য তাকে পরীক্ষা দিতে বলেছিলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও সাকিবকে বোলিং করা থেকে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি বলে জানিয়েছিলেন ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।

/এসআইএন/এমএন

Exit mobile version