Site icon Jamuna Television

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

দুই টেস্টের সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজের জন্য শাই হোপকে অধিনায়ক করে ১৫ জনের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

স্বাগতিকদের দলে জায়গা পেয়েছেন সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করা পেস অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। এছাড়া ২৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গুকে নেয়া হয়েছে দলে।

সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ৮ ডিসেম্বর। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় শুরু হবে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানড দল: শাই হোপ, ব্রেন্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, সিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেপ, শামার জোসেপ, এভিন লুইস, গুড়ুকেশ মতি, শেরফান রাদারফোর্ড, জাইডেন সিলস এবং রোমারিও শেইফার্ড।

/এনকে

Exit mobile version