Site icon Jamuna Television

দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে: দুলু

দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে নাটোরে প্রয়াত ছাত্রদল নেতা সাইফুজ্জামান সুজনের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এ নেতা অভিযোগ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা চালানো হয়েছে, তেমনি পতাকাও পোড়ানো হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্টের চেষ্টাকারীদের জনগণ রুখে দিবে বলে এ সময় হুঁশিয়ারি দেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশ সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। আওয়ামী লীগের শাসনামলে বিএনপি নেতাকর্মীদেরকে হত্যার বিচারের দাবিও জানান তিনি।

/এসআইএন/এমএন

Exit mobile version