Site icon Jamuna Television

সামরিক আইন জারির সিদ্ধান্ত প্রত্যাহার করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাতভর বিক্ষোভ-সহিংসতা ও পার্লামেন্ট সদস্যদের বিরোধীতার মুখে, সামরিক আইন জারির সিদ্ধান্ত থেকে পিছু হঠলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) সকালে, এক ভাষণে ‘মার্শাল ল’ প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সামরিক আইন বাতিলে পার্লামেন্টের অবস্থান মেনে নিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকের পর, আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হবে আইন। অবহিত করা হয়েছে সামরিক বাহিনীকেও।

এর আগে, মঙ্গলবার, হঠাৎই জরুরি ভিত্তিতে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট। জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, উত্তর কোরিয়ার ‘কমিউনিস্ট বাহিনীর’ হুমকি থেকে দেশের সুরক্ষায় নেয়া হয়েছে এ পদক্ষেপ।

এরপর সেনাপ্রধান’কে দেয়া হয় আইন বাস্তবায়নের দায়িত্ব। এছাড়াও দেশটিতে নিষিদ্ধ করা হয় সব রাজনৈতিক কর্মকাণ্ড। প্রতিবাদে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। এ সময় সাধারণ মানুষের সাথে নিরাপত্তা কর্মীদের ব্যাপক সংঘর্ষ-ভাঙচুর। সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দিয়েছেন দেশটির ১৯০ এমপি।

/এআই

Exit mobile version