Site icon Jamuna Television

পঞ্চগড়ে আজও সর্বনিম্ন তাপমাত্রা, দিনে গরম রাতে শীত

পঞ্চগড় করেসপনডেন্ট : 

হিমালয় কন্যা নামে খ্যাত  উত্তরের জেলা পঞ্চগড়ে  দিন দিন তাপমাত্রা কমতে শুরু করলেও এখনো শুরু হয়নি শীতের তীব্রতা। কয়েকদিন ধরে রাত থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা বাড়ছে। তবে সকাল হলেই কেটে যাচ্ছে শীত। 

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে  সর্বনিম্ন  তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস । যা আজ দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড । টানা ৯ দিন ধরে এ জেলায় সারা দেশের মধ্যে সর্বনিম্নের তাপমাত্রা বিরাজ করছে। 

এদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও সকালে দ্রুতই কুয়াশার আড়ালে সূর্যের দেখা মিলছে। ফলে সকালে শীত অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়ছে।

এর আগে, গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আগামী সপ্তাহে আরও হ্রাস পাবে বলে জানায় আবহাওয়া অফিস। 

বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। মঙ্গলবারও সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানান তিনি।

/এএস

Exit mobile version