Site icon Jamuna Television

হবিগঞ্জে কলেজ নির্মাণে অনিয়মের অভিযোগে ১৫টি ট্রাক জব্দ

হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে ১৫টি ট্রাক জব্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে একাধিক ট্রাকের সারি দেখে স্থানীয় মানুষেরা এগিয়ে যায়। এ সময় প্রতিটি ট্রাকে বালুর পরিবর্তে মাটি দেখতে পেয়ে ট্রাকগুলো আটক করে তারা।

ট্রাকচালকরা জানান, স্থানীয় খোয়াই নদী থেকে মাটিমিশ্রিত বালু নিয়ে আসছেন তারা। স্থানীয়রা জানায়, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের নতুন ছয় তলা একাডেমিক ভবন নির্মাণের কাজ পায় ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন কাজটি প্রায় ছয় মাস আগে শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। আগামী বছরের জুনে কাজটি শেষ হওয়ার কথা। সম্প্রতি দিনের পাশাপাশি রাতেও কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

মেসার্স মোস্তফা কামাল ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ সামছুদ্দিন বলেন, আশুগঞ্জ থেকে বালু আসে, এর মধ্যে দেখা যায় কিছু মাটি থাকে। নদী থেকে বালু কেটে নিয়ে আসে এটাতেও কিছু পরিমাণ মাটি আছে।

/এসআইএন

Exit mobile version