Site icon Jamuna Television

নাটোরে মোবাইল মার্কেটে চুরি, ১৬ লাখ টাকার ফোন গায়েব

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে রোজ টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের মসজিদ মার্কেটে এই চুরির ঘটনা ঘটে।

রোজ টেলিকমের স্বত্বাধিকারী ইশতিয়াক আহমেদ শুভ জানান, প্রতিদিনের মতো বুধবার (৪ ডিসেম্বর) সকালে দোকানে আসেন। এসে তালা খোলা অবস্থায় দেখতে পান। পরে শাটার তুলে ভেতরে গিয়ে দেখেন, সব মোবাইল ফোন গায়েব।

তিনি আরও বলেন, দোকানে ১৫ থেকে ১৬ লাখ টাকার মোবাইল ফোন ছিল। একটি মোবাইল ফোনও দোকানে নেই। এ ব্যাপারে নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। দ্রুত চোর শনাক্ত এবং মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হবে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version