Site icon Jamuna Television

মনোনয়ন না পেয়ে কাঁদলেন সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ

রাজশাহী প্রতিনিধি

মনোনয়ন না পেয়ে কাঁদলেন রাজশাহী-৫ আসনের সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ দারা। শুক্রবার বিকেলে পুঠিয়ার বিড়ালদহে নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগকে জয়ী করতে সকলকে কাজ করতে হবে। আওয়ামীগের পরাজয় মানে আবারো যুদ্ধাপরাধীদের তান্ডব।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ প্রমুখ।

তিনি ২০০৮ সালে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুঠিয়া-দুর্গাপুর থেকে সাংসদ নির্বাচিত হন। তবে এবার দল তার পরিবর্তে মনোনয়ন দেন বিএমএ ও স্বাচিপ নেতা এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনসুর রহমানকে।

Exit mobile version