Site icon Jamuna Television

অর্থনীতিতে দুর্বৃত্তায়নের পরিণতি ভোগ করতে হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

ফাইল ছবি

দেশের অর্থনীতিতে দীর্ঘসময় ধরে দুর্বৃত্তায়ন হয়েছে। এতে ব্যাংক খাত চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পরিণতিই এখন ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বস্ত্র ও পাট খাতের চ্যালেঞ্জ এবং উত্তরণ নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, রফতানিমুখী খাতগুলোর উন্নতির জন্য দীর্ঘমেয়াদি কর্ম পরিকল্পনা প্রয়োজন। নগদ সহায়তা সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। এখনই সংস্কারের উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, উৎপাদন বাড়াতে প্রযুক্তির উৎকর্ষতার বিকল্প নেই। উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে পারলে বিশ্ব বাজারে প্রতিযোগিতা বাড়বে।

এ সময় বক্তারা বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট দূর করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটাতে হবে। তা না হলে স্বাভাবিক উৎপাদন টিকিয়ে রাখা কঠিন হবে বলেও জানান তারা।

/আরএইচ

Exit mobile version