Site icon Jamuna Television

ধর্মীয় কারণে ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়নি: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারতের গোলামি করেছে। তবে বর্তমানে ধর্মীয় কারণে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (৪ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ নামক একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ দিল্লিকে দিয়ে বাংলাদেশ শাসন করেছে। এখন দেশটির সাথে নায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে হবে। কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেয়া যাবে না। কারণ এই আন্দোলন ব্যর্থ হলে বাংলাদেশ আর থাকবে না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম বলেন, ছাত্র-জনতার কারণেই স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে। এ সময় ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version