Site icon Jamuna Television

বেনাপোলে হত্যা মামলার আসামি বোমা হামলায় নিহত 

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলের একাধিক হত্যা মামলার আসামি আমিরুল ইসলাম (৪৫) কে বোমা ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমিরুল বেনাপোলের কাগজপুকুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রুবার সন্ধ্যা ছয়টার দিকে আমিরুল বেনাপোল বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে কাগজপুকুর স্কুল মাঠের পাশে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা হামলা চালালে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্বৃত্তরা  চলে যাওয়ার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে।

বেনাপোল পোর্ট থানার ওসি মাসুদ করিম জানান, দুর্বৃত্তদের বোমা হামালায় আমিরুল মারা গেছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ সন্ত্রাসী, চাঁদাবাজির মামলা রয়েছে।

Exit mobile version