Site icon Jamuna Television

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান ছাত্রনেতাদের

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দেশে বিচারের মুখোমুখি করলে সকল ভারতীয় ষড়যন্ত্র নস্যাৎ হবে বলে মন্তব্য করেছেন ছাত্রনেতারা।

বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র-জনতার এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, দেশ ভালো চলছে। এটা ভারত ও শেখ হাসিনার সহ্য হচ্ছে না। তারা অভিযোগ করেন, বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই চেষ্টা করছে ভারত ও শেখ হাসিনা।

তারা আরও বলেন, ষড়যন্ত্র করে লাভ নেই, জাতি আজ ঐকবদ্ধ। পরিকল্পিতভাবে বাংলাদেশে ভিসা সুবিধা-ব্যবসা বন্ধ করছে ভারত, এমন অভিযোগও আনেন বক্তারা।

এসময় ঘৃণ্য সব কাজ করে বাংলাদেশকে বিভক্ত করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

/এমএইচআর

Exit mobile version