Site icon Jamuna Television

রাজধানীতে মা-মেয়েকে এসিড নিক্ষেপ করে ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেফতার

রাজধানীর তুরাগে মা ও মেয়ের ওপরে এসিড নিক্ষেপ করে ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গতকাল বুধবার নাঈম ওরফ বাবু নামে এক যুবককে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের চর দূর্লভা থেকে গ্রেফতার করা হয়। গত ২১ নভেম্বর আশুলিয়ার কামারপাড়া পুরাতন থানার মার্কেট এলাকায় সাথী রানী ও তার সন্তান মিজু রানীর ওপর এসিড নিক্ষেপ করে ছিনতাই করেন তিনি।

জানা গেছে, ভুক্তভোগী সাথী রানী তার সন্তানকে নিয়ে তার ভাসুরের বাসায় যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক যুবক তাদের পিছু নেয়। পরে কথা বলার ছলে হাতে থাকা এসিড নিক্ষেপ করে সাথীর মুখে। এতে কোলে থাকা দুই বছরের মেয়েটিও ঝলসে যায়। আর সাথীর একটি চোখ নষ্ট হয়ে যায়।

পুলিশ জানায়, এসিড মেরে সাথী রানীর গলা থেকে আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনতাই করে আটক হওয়া নাঈম। ঘটনার পর সে ঢাকা থেকে পালিয়ে বাড়ি চলে যায়। ব্যাটারিচালিত রিকশার এসিড কিনে ভুক্তভোগীর ওপর নিক্ষেপ করেছিল নাঈম।

এ ঘটনায় সাথীর অন্য চোখও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তার সন্তান মিজু রানীও আহত হলেও এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

ঘটনার পর তুরাগ থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় এসিড নিক্ষেপকারী নাঈম ওরফে বাবুকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

/এমএইচ

Exit mobile version