Site icon Jamuna Television

খুলনায় বাসায় ঢুকে মন্ত্রীর জামাতাকে দুর্বৃত্তের গুলি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা প্রভাস কুমার দত্তকে (৫০) বাসায় ঢুকে করে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্তরা খুলনা মহানগরীর বকশীপাড়া বাইলেনের প্রভাসের বাসায় ঢুকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রভাস কুমার দত্তের পিতার নাম চিত্ত রঞ্জন দত্ত। তিনি বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার ডিজিএম হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে প্রভাসের বাসায় ডুকে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, প্রভাস চন্দ্রের পেটের ডান দিকে গুলি লেগেছে। তার এখন অস্ত্রোপচার চলছে।

Exit mobile version