Site icon Jamuna Television

কঙ্গোতে রহস্যজনক রোগে ৭৯ তরুণের মৃত্যু

আফ্রিকার দেশ কঙ্গোতে রহস্যজনক রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৯ জন। নিহতদের সবার বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফ্লু-এর মতো উপসর্গ সৃষ্টিকারী একটি অজ্ঞাত রোগে অন্তত ৭৯ জন মারা গেছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রাণ হারানো ব্যক্তিদের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।

এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে প্রায় ৩শ মানুষ। আক্রান্তদের সকলের মধ্যে জ্বর, মাথাব্যথা, স্বর্দি, শ্বাসকষ্টের মতো সাধারণ ফ্লু-এর লক্ষণ রয়েছে। প্রতিনিয়ত আক্রান্তের এ সংখ্যা বাড়ছে। রোগটিতে সবচেয়ে ভয়াবহ অবস্থা দেশটির কোয়ানগো প্রদেশে।

এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নিয়মিত হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ইবোলার নতুন ভ্যারিয়েন্ট।

/এমএইচ

Exit mobile version