Site icon Jamuna Television

ইসি’র সাথে বিএনপি’র সংলাপ ইতিবাচক : কাদের

নির্বাচন কমিশনের সংলাপে বিএনপি’র অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ‘আগামী নির্বাচনে দুর্বলকে পরাজিত করে আমরা বিজয়ী হতে চাই না।’

সকালে, সচিবালয়ে সড়ক বিভাগের নব নিযুক্ত সচিবের যোগদান অনুষ্ঠানে মন্ত্রী এমন মন্তব্য করেন। বলেন, বিগত নির্বাচনে অংশ না নেয়ার মাশুল দিচ্ছে বিএনপি, আগামীতে তারা আর সেই ভুল করবে না।

নির্বাচন কমিশনের সাথে সংলাপে আওয়ামী লীগ ১১টি প্রস্তাবনা তুলে ধরবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি শক্তিশালী প্রতিপক্ষ, আমরা চাই তারা নির্বাচনে আসুক।’

নগরীতে সিটিং সার্ভিসের নামে প্রতারণা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সিএনজিতেও মানা হচ্ছে না মিটার ব্যবস্থা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version