Site icon Jamuna Television

দিল্লিতে মোদি বিরোধী বিক্ষোভ, যোগ দিলেন রাহুল গান্ধি

ভারতে সংসদের বাইরে নরেদ্র মোদি বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আর এতে যোগ দেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধি। বিক্ষোভে মোদি-আদানি ‘এক’, এমন স্লোগানও ছিল তাদের কণ্ঠে। আর তা লেখাও ছিল গায়ের টি-শার্টে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) লোকসভার বাইরে বিক্ষোভে রাহুলের সাথে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধি।

আগামী নির্বাচনকে সামনে রেখে নরেদ্র মোদির দল স্লোগান দিয়েছিল ‘এক থাকবো, পরিষ্কার থাকবো’। এবার সেই স্লোগানকেই টিপ্পনী করে ‘মোদি-আদানি এক’ এমন স্লোগান দেয়া হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

এ সময় রাহুল, গৌতম আদানির ঘুষ কাণ্ড প্রসঙ্গে বলেন, মোদি এ নিয়ে কোনো তদন্ত করবেন না কারণ, তা করলে তিনিও অভিযুক্ত হতে পারেন। এ সময় গৌতম আদানির বিরুদ্ধে ওঠা ঘুষ ও জালিয়াতির অভিযোগ তদন্তে যৌথ সংসদীয় কমিটিরও দাবি জানান।

/এটিএম

Exit mobile version