হিলি করেসপনডেন্ট:
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে এবং তা বন্ধসহ বিভিন্ন দাবিতে হিলি স্থলবন্দর গেটের ভারত অভ্যন্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে দেশটির স্থানীয় বাসিন্দারা। এ কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পৌনে এক ঘণ্টা আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। পরে বিক্ষোভকারীরা চলে গলে পৌনে এক ঘণ্টা পর বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের জাতীয় কংগ্রেস দিনাজপুর জেলা শাখা ও শ্রমিক সংগঠন (ইনটাক) যৌথভাবে ভারত অভ্যন্তরে সড়ক অবস্থান করে বিক্ষোভ করে। এ কারণে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান,বিক্ষোভকারীরা সড়কে বেরিকেট দিয়ে সমাবেশ করতে চাইলে কর্তব্যরত বিএসএফ সদস্যরা তাদের বাধা দিয়ে বেরিকেট সরিয়ে দেয়। পরে বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়।
/এনকে
Leave a reply