Site icon Jamuna Television

হাতিয়ায় মেঘনার তীরে ধরা পড়েছে বড় প্রজাতির নীল তিমি

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর তীরে চর আতাউরে জোয়ারে টানে ভেসে এসেছে বড় প্রজাতির নীল তিমি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে এই নীল তিমিটি দেখতে পান স্থানীয় জেলেরা। পরে তারা এটিকে দড়ি দিয়ে বেঁধে নদীর কিনারায় আনার চেষ্টা করেন। এ সময় তিমিটির গায়ে আঁচড়ের দাগ দেখা গেছে। খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতায় এসে দেখতে যায় নীল তিমিটিকে।

কন্টিনজেন্ট কমান্ডার কোস্টগার্ড হাতিয়া পেটি অফিসার মো. খালিছুর রহমান জানান, নদীতে টহল দেয়ার সময় একটি তিমি জেলেদের দড়িতে বাধা পড়তে দেখি আমরা। সেটিকে উদ্ধার করে নদীতে ছেড়ে দিলে আবার কিনারে চলে আসার চেষ্টা করে।

তিনি আরও জানান, এটি বড় প্রজাতির নীল তিমির বাচ্চা। আকারে অনেক বড়। এরা ঘোলা পানিতে বসবাস করতে পারে না। যেহেতু এরা পরিষ্কার পানিতে থাকে তাই এটাকে দ্রুত রিসকিউ সেন্টার নেয়ার ব্যবস্থা করা হবে।

/এনকে

Exit mobile version