Site icon Jamuna Television

বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত হবেন ১৬ কয়েদি

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে রাষ্ট্রপতির সাজা মওকুফের আওতায় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১৬ জন কয়েদি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত উল ফরহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক ১৬ জন অর্ধেকের বেশি সাজাভোগকৃত কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে। সে মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে উক্ত বন্দিদের কারাগার থেকে মুক্তি প্রদানের আদেশ দেয়া হয়েছে।

Exit mobile version