Site icon Jamuna Television

বোর্নমাউথের কাছে হার টটেনহ্যামের

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের কাছে ১-০ গোলে হেরেছে টটেনহ্যাম হট্সপার। ডিন হুইজসেনের দেয়া একমাত্র গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

ভিটালিটি স্টেডিয়ামে কদিন আগেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চমক দেখানো টটেনহ্যামকে আতিথ্য দেয় বোর্নমাউথ। তবে সবশেষ দুই ম্যাচে পয়েন্ট খুইয়ে খুব একটা ভালো অবস্থায় ছিল না স্পার্সরা। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচে শুরু থেকেই স্বাগতিকদের আক্রমণের চাপ সামলাতে ব্যস্ত থাকে টটেনহ্যাম। পাল্টা প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি সফরকারিদের।

খেলার ১৭ মিনিটে ডেডলক ভাঙে স্বাগতিকরা। মার্কাস টাভারনিয়ারের নেয়া কর্নার কিক থেকে দারুণ হেডে স্কোরলাইন ১-০ করেন ডিন হুইজসেন। এরপর ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণ শাণালেও দুর্ভাগ্য সঙ্গী হয় টটেনহ্যামের। কখনও অফসাইডের কারণে গোল বাতিল কিংবা পোস্ট ঘেঁষে মাঠের বাইরে চলে যায় বল।

দ্বিতীয়ার্ধে গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরে তা বাতিল হয় বোর্নমাউথের। শেষ পর্যন্ত ঘরের মাঠে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

/এএম

Exit mobile version